দোঁহা

অরূপ সরকারের কবিতা

 



বিচ্ছেদ

শরীর  জুড়ে বেড়ে উঠেছে মায়া গাছ।
পরিপাক তন্ত্র থেকে  উঠে আসে আক্ষেপ,
শরীর শিহরিত হয় মহাজাগতিক সম্মোহন।
স্মৃতি, জীবাষ্ম পরিপূরক,
সমীহ, সম্মান, ভয়
পয়সার দু পিঠ
পূর্ববর্তী  ঘটনা, পরিচিত নাম মাইগ্রেন।


 

সাইরেন

জীবন সাইরেন বাজিয়ে যায় বলে যায়
আর কতদিন?
টিটকিরি শুনতে শুনতে বধির হয়ে আসে কান
অসাড় হয়ে আসা বোধ প্রশ্ন করতে ভুলে যায়।
চোখে দেখা যায় বিভৎস ভবিষ্যত
ভুল হয়ে যায় জীবনের ত্রিকোনোমিতি

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন