দোঁহা

শুভাশিস সেনগুপ্তের কবিতা

 



খঞ্জনা

সে-ই ছুঁয়ে যায় এসে
ছুঁয়ে বলে-ছুঁয়ো না...ছুঁয়ো না
দুরে সরে গিয়ে, ফের
সে-ই দেয় নীল হাতছানি!
বটের পাতার আড়ে
বসে ডাকে পাখি...খঞ্জনা
যদি বলি-কথা আছে
সেও বলে-সবকিছু জানি।

কি জানে! কি জানো তুমি?
কিভাবে ধারালো হয়
হাত থেকে পড়া ভাঙা কাঁচও
আমার সে বিশেষ ব্যথার
উৎস কি তুমি জেনে গেছো?


 

জাতকের কাহিনী

তাকে দেখেই জেনেছি প্রকৃত সত্য
কেন ঘোর প্রেমে এ হেন বৈপরীত্য
পরিধানে তার ফুটে ওঠে সুখ
শাঁখা-পলা আদি প্রমথিত বুক
সিঁথিমূল ছুঁয়ে জেগে ছিল এক
গুঁড়ো সনাতন প্রত্যয়।

আমি ভালোভাবে জেনে গেছি আজ
এই পুরাতন পথ্য-
পুঁই পাতা রস সেবন করলে
নিদ্রা আসতে বাধ্য
এবং শিখেছি বিদূরিত করা
স্নায়ুর উত্তেজনা…
সর্পগন্ধা ব্যবহারে ভালো
কাজ দেয়-তা জানা।
                                             
অতএব তুমি সুখী থাকো গাছ
ফুলে ফলে ধরো সুরভি
আমি এ অরণ্যে স্বাস্থ্য ফেরাতে
চিনে চিনে রাখি উদ্ভিদ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন