দোঁহা

মৌমিতা দে সেনগুপ্তের কবিতা



আবাহন
                                
শীতের নরম রোদ হয়ে ফিরে
এসো একদিন,
হেমন্তের আবছা কুয়াশা পথ ধরে...

আমাদের যৌথ সোহাগ গান হয়ে
ছড়িয়ে যাবে হাওয়ায় হাওয়ায়...

গোধূলি আলো একাত্ম হবে
বিষণ্ণ নদী ঘাটে
যেভাবে
ভোরের আজানে নিমগ্ন হয়
সমগ্র পৃথিবী!


থেকে যেও...
                                    
থেকে যেও বুকের ভেতর
বৃষ্টি হয়ে শ্রাবণ দিনে,

হাত বাড়িয়ে কুয়াশা ছোঁব
যখন পড়বে মনে খুব গোপনে,

নিভৃত রাতের আঁধার হয়ো
আমার সকল বিরহ গানে...

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন