দোঁহা

শুভদীপ দত্ত প্রামানিকের কবিতা

 


রিজার্ভেশন

এমনটা আর কখনো করো না
সময়ে প্রতিবাদও ফুল হয়ে ফোটে 
কেন ভেঙে পরো নিজের দোষ দেখলে
                         দোষের রঙ রিজার্ভেশন।

প্রতিবাদ দেখতে দাও বাচ্ছাটাকে
বাচ্চার গলা দিয়ে নেমে গেল ক্ষোভ
ভাগ্যে ভাগে শর্ত না মানা গান
আগামী সপ্তাহে কেউ বিরক্ত করতে পারে
নিত্যনতুন প্রতিবাদ
                       আর্জি খারিজ! 

এবার প্রতিবাদ করেই অন্য কাজ শুরু করো
অনিয়মের ধারা আঘাত করে জীবনের ট্রয়ট্রেনকে। 

ট্রয়
সাম্প্রতিক বিমা!



শিববরণ

হলুদ রোগীরা ইনস্যুরেন্সে আছে
                        অবশেষে স্বাক্ষর
হাতিয়ারের সঙ্গে সাময়িক বচসা
নথিতে দরজার গোত্র ভুল!

ফ্যাকাশে কবরের ভিতর কেঁদে ওঠে পুরনো জমির মামলা

       জমি
            শিববরণ। 

রোগীর গলায় গদা
জরুরি চিকিৎসা ধুলোবালি ঢুকিয়ে দিচ্ছে পরবর্তী মামলার দিন। 

                       এবার নিরক্ষর ক্লেম
ব্যারিকেড না ভেঙে ধীর পায়ে এগিয়ে আসছে
                               ধর্মব্যাধ ও বাণবিদ্ধ হরিণ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন