দোঁহা

কস্তুরী সেনের কবিতা

 


 গোপী 

কী সহজ রঙের উৎসব
কী সহজ বাঁকফেরা আলো
আমাকেই এসে বলবে না তো
এবছর বর্ষা হবে খুব...
যেমন আগেও বলত, অন্য আলো, অন্য ডাকাডাকি?

সহজের পাতায় পাতায়, সারারাত্রি জমেছে শিশির!

আমরা সাক্ষী যারা, ও নতুন --
প্রতি ভোরে ভয়ে ভয়ে থাকি

শরৎ

দেখেছি নরম
তার ঘাসে ঘাসে জলের প্রথম
তাও দেখেছি কতই
দেখেছি করুণ
তার পথে পথে পুরনো উপন্যাস
সহসা রঙিন হয়ে ফুটেছে অনেক
করুণের, কোমলের, প্রথমের খুব কাছে
আনত দাঁড়াই...
তোমার আঘাত পাওয়া মুখ
আমার বাংলাভাষা হয়ে
চোদ্দশো আঠাশ আজ ভরে দিচ্ছে নতুন লেখায়

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন