দোঁহা

ইউসুফ মুহম্মদের কবিতা


দোঁহা

৪৫৯

চোখের মুগ্ধতা নিয়ে ঝুলে আছ জানালায়
অচেনা ছুরত ছায়া। কার ডাক শোনা যায়,
দূর-ঈশারায় শুদ্ধ হয় মায়া-বন্দি মন...
আউলা আবেশে সুফি, সঙ্গ-সুখ উচাটন?

৪৬০

একলা হাওয়ার অঙ্গ ছিলো খোলা
সে অঙ্গেতে বন্য রকম দোলা,
ঢেউ নাচিয়ে উড়ায় মনের ঘুড়ি
সন্ধ্যা-সকাল কিসের তাপে পুড়ি!

৪৬১

বাঁশির ব্যাথা বুঝতে পেরে বিষ ছুঁয়েছে নুন
সুরের রন্ধ্রে প্রাণ জাগাতে বাঁশ হয়েছে খুন।

৪৬২

মন থেঁতো হয়-বাঁশির দহন আত্মদানের সুরে
সুর-সেতারে বায়ু চঞ্চল চাঁদ পোড়া রোদ্দুরে।

৪৬৩

পাঁজরে কিসের শব্দ! মন চায় না ভাঙন,
রক্তের প্রবাহ চায় অপার উষ্ণতা-ঢল
পান পাত্রে কার প্রতিচ্ছবি অপরাহ্নে হাসে?
মায়ার মুক্তিতে এসো, জলে ভাসি মন, চল্।

৪৬৪

পথের পাশেই পড়ে থাকি-আমি হেলা, ঘাস-ছিলা ধূলি কণা
তোমরা চতুর-বিজ্ঞ মাড়িয়ে দিয়েছÑকুড়িয়ে রেখেছে খনা।

৪৬৫

আঙুল ছুঁয়ে পুড়লো আগুন, অচেনা কার ভুল
হৃদয় নেড়ে কে ফোটাল ফুলের হুলুস্থুল!

৪৬৬

গুরু আমার কাব্য-কোরআন-বেদ ও পুরান-বাইবেল
পাপের পৃষ্ঠায় তাক করো না চোখের রারুদ রাইফেল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন