ভয় করে
এক একদিন ভয় করে তোমাকে
নিজের ছায়াতে তুমি দাঁড়িয়ে আছো
এটা ভেবে শুকনো বুকের ভিতর নাড়া দ্যায় গোপন কথা
ইতস্তত , বিনীত
কী যেন ঘটে গেল মুহূর্তে
সীমানার শুন্য-পাড়ে ঘুম ভাঙে, তুমি জানো -
নিদারুণ ভয় করে
তুলনাহীন সেইসব আদরবেলায়
আমার বুক কাঁপে
নীল জ্বরে
একটি নিমগ্ন কবিতা
ঘুম হারিয়ে গিয়েছে শীতরোদে
খোলা বারান্দায় ভেসে বেড়ায় আলোর পাখি
অচেনা বন্দরে নেমে আসে ভিনদেশি বিমান
বুকের চাতালে বসে প্রিয় কাঠবিড়ালি
এসব দেখতে দেখতে থেমে যায় ঢেউ
পায়ের ছন্দ, মুখের আলাপ
হারিয়ে ফেলি প্রিয় শব্দ, প্রিয় গন্ধ
আমি কি হারিয়ে যাব নীলের ওপারে?
পরিত্যক্ত মনের ভিতর ?
সেই যে তোমাকে নেশা করেছিলাম
ঘোর তো কাটেনি এখনও