নাও
তারপর আমাদের আর দেখা হল না
বলা হল না কে কেমন আছি
প্রাচীরের ধার ঘেঁষে নিম গাছটা আজ
কত বড় হয়েছে।
আমি শুধু মানুষ নামের চাদরটা গায়ে
জড়িয়ে ঘুরে বেড়াই এদিক ওদিক
কোথাও যাবার কথা ছিল না তবুও
মনে হয়, অপেক্ষার দিন শেষ
আজও বিকেল হয়, পাতা নড়ে ওঠে
দুচোখের অন্ধকারে, পালাবার জো নেই
আষ্টেপিষ্টে জড়িয়ে আছো স্মৃতির
আনাচে কানাচে, পড়ন্ত সূর্যের আলো
অথচ এই কবিতায় প্রেমিকার কোন হাত নেই।
সিন্ধান্ত
এমনও দিন ছিল, একদিন আমার কাঁধে হাত না
রাখলে দিন পার হত না। মাথায় হাত বুলিয়ে না দিলে
ঘুম আসত না কারও। একই স্বপ্ন দেখতাম – দুজনে
তোমার মনে আছে কিনা জানি না, আমার জামার কলারে
এখনও ঘামের গন্ধ লেগে আছে। কারটা ঠিক আর
কারটা ভুল এই তর্কে এখনও সিন্ধান্ত নিতে পারি নি
আর কতদিন বাঁচব।