আছে ঘাম,আছে রক্ত
অর্জিত নামের পিছনে অনেক অনুশীলন জুড়ে আছে
আছে ঘাম,আছে রক্তাক্ত খোঁচা;
ভরা কলসিটা ছিদ্র হয়েছে
ঝালাই সামলে নিয়েছে বারবার
বন্ধ জানলাটা শিকারী বিড়াল ঠিকই খুলেছে একবার
নাম দেখে আমরা ঈর্ষা করেছি
আর কল্পনায় চেয়ারে বসেছি
এই নামের পিছনে অনেক অনুশীলন জুড়ে আছে
আছে ঘাম আর রক্তাক্ত আঘাত
সেই আঘাত থেকে সরে সরে
সময় হয় যে যাবার
অহেতুক হিংসা ভুলে
আমি,আপনি বরং
কর্মে ডুবে যাই
বারবার...
