সেই মেয়েটা
ছুঁতে চেয়েও ছোঁয়া হলো না তোমাকে,
অন্তরের বাসনা রয়ে গেল অতৃপ্ত
সংজ্ঞা তো হয় না সুন্দরের,
মন কিংবা শরীর
অথচ কারা যেন ছুঁড়ে দিল অ্যাসিড।
এবার যে এক তীব্র ছোঁয়া, দগ্ধ হলো মৃদু শরীর ।
হ্যাঁ হ্যাঁ ভালবাসি ,বড্ড যে ভালবাসি ,
পাশে আছি, সে এক সহানুভূতির আলিঙ্গনে l
সহমর্মিতার পাঠ আমরা তো জানি।
ভালোবাসাটা আকাশের আজ ওই নীল ধ্রুবতারা ,
ছোঁয়া যাবে না জেনেও
ছোঁয়ার ইচ্ছেটাও শত আলোকবর্ষ দূরে।
তুমি কিন্ত এখনোও মোহময়ী ,
লড়াইয়ে, বাঁচার লড়াইয়ে ।
প্রেম কি তবে সত্যিই শরীর ছোঁয়া,
নাকি রঙ ভেদে চশমার দৃষ্টি।
শোনা কথা ভিন্ন মনে।
আমি কিন্ত হেরে গেলাম ,
এতো যে আধুনিকা,
কই এখনোও তো গুল্ম ।
বিটপী হবে তুমি, ছড়িয়ে দেবে তোমার ছায়া ।
দেবে তুমি সম্মতি, তবেই ছোঁবে তোমায়।
