তইখন/এক্ষণ
কিটোরোলাক ব্যথায়-মধ্যদুপুরের শীত কেঁপে কেঁঁপে
ঝাঁকিয়ে/বিকিয়ে দিচ্ছে...
স্বর্ণাভ রৌদ্রের আত্মহত্যার খোলস। আজানুলম্বিতব্যথা
সহিসের ডেরা থেকে...
নিরুত্তাপ আবেগের দুর্মর বিষাদ! নাকি ভাবাবেগ তির
কবি-কালির হৃদয়...
ফিরে পায়-বায়ান্নো তাসের পরিপাটি খেলাঘর। আর
ফ্যান্টাসী অক্ষরে লেখে...
রাত্রিরকাহিনী একা, একা। তোমার যাওয়ার দিশেদিশে
অমৃত প্রতিটি সুক্ত...
চিম্বুক পাহাড় চুয়ে যখন গড়িয়ে পড়ছিল কান্তিহীনসুর
আমি তার পাদদেশে...
আনারসের পাতার নির্বিষ আঁচড়ে রক্তাত্ত আলাপ সারি
অন্তর্বাসের সংরাগে...
জোলাপের প্রতি দাগে দাগে নৈঃশব্দ্যের চতুর আহ্বান;
বিমূঢ়-বিমূর্ত ভাবনায়...
কিছুই নির্দিষ্ট নয়; না উভয় অঙ্গুষ্ঠ, না ফ্রেমবন্দি ফ্রেম
বৈমাত্রেয় দৃশ্যপটে...
হিমসাগরের মত ঝুলে থাকি ভারহীন ভোরের প্রতীক্ষা।
বাঁশ থেকে বাঁশরী
ছোঁয়াছুঁয়ির ব্যাপারটাই___পাল্প-বিটারে মিশিয়ে
আলোড়িত করি;
তরল প্রেমের মন। ফিল্টার করতে করতে না যদি
চরম উত্তপ্ত হই নকল কান্নায়।
তুমি গোলাকার Goal...
(হার) হার + আই
(জিত) জিত + আই
(মিল) মিল + আই
হারাই + জিতাই + মিলাই = আই___মানে আমি।
তোমাকে Beating করে জড়িয়ে ধরছি শক্তপোক্ত।
Then,
তোমার মনকে___ঘূর্ণায়মান সচল পাখার ভেতর
[কাম] না
[বাস] না
[তাড়] না
না___কে-না করার ভেতর মনের মেশিনে পিষে
লাল, নীল প্রেমিককে;
দ্বিধা, দ্বন্দ্বের রোলারে টিউবওয়েল চাপ দিই খুব
হও হালকা পাতলা।
দ্বিতীয় চাপে-দ্বিধা ও দ্বন্দ্ব অপসারণ
তৃতীয় চাপে-বিশুদ্ধ প্রেমের হও যদি
চতুর্থ চাপে-ক্যালেন্ডারিং করেই তুমি
সত্যিকার প্রেমিক! (ভূগোল + যুগল) চিহ্ন আঁকো।