পিয়ালী বসু
১০ই জানুয়ারী ২০২৩, দেখতে দেখতে ৯৩টা বসন্ত পেরিয়ে এলো টিনটিন, ভাবা যায়!
আসলে, টিনটিন 'তো শুধুই আমাদের ফেলে আসা ছোটবেলার স্মৃতিমাত্র নয়, টিনটিন আদতে একটা ভাষা, একটা গোটা সংস্কৃতি।
আসুন, দেখে নেওয়া যাক আমাদের তথা বিশ্বের অন্যতম স্টাইল আইকন টিনটিন সম্পর্কে চটজলদি কয়েকটি অজানা তথ্য।
টিনটিনের প্রথম আত্মপ্রকাশ ১৯২৮ সালের ১লা নভেম্বর 'Petit Vigtieme' সংবাদপত্রের বিশেষ বৃহস্পতিবারের সংখ্যায়। স্রষ্টা Herge 'তাঁর পিতৃদত্ত নাম Georges Remi'র ইনিশিয়ালগুলি উল্টে দিয়ে G. R কে করেন R. G, যা স্প্যানিশ ভাষায় Herge নামে উচ্চারিত।
টিনটিনের প্রথম পূর্ণাঙ্গ যাত্রা শুরু তার একনিষ্ঠ সঙ্গী প্রভুভক্ত Snowy কে নিয়ে ১৯২৯ এর ১০ই জানুয়ারী মস্কোতে। ১৯৩৪ সালে সংবাদপত্র থেকে সরাসরি পূর্ণাঙ্গ বই হিসেবে আত্মপ্রকাশ করে টিনটিনের সমস্ত অ্যাডভেঞ্চার, প্রকাশক ছিলেন Casterman
টিনটিনের প্রথম দিকের বইগুলি ছিলো পুরোপুরি ব্ল্যাক & হোয়াইট, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে স্পট কালারের ব্যবহার শুরু হয়, এবং রঙিন হয় টিনটিন।
টিনটিনের প্রতিটি এডভেঞ্চারাস জার্নি আসলে স্রষ্টা Herge র দীর্ঘদিনব্যাপী অনন্য গবেষণার ফসল। এতো বিশদ ডিটেলিং সত্যিই বিস্মিত করে, যেমন গল্পে ব্যবহৃত মোটরগাড়ি আসলে বাস্তবের হুবহু মডেল, ব্যবহৃত রিভলভারের নামগুলি নেওয়া হয়েছে বাস্তবের সেনাবাহিনীর Arms Manufacture এর ক্যাটালগ থেকে এমনকি ক্যামেরার নামগুলি পর্যন্ত নেওয়া হয়েছে বিখ্যাত Leica Brochure থেকে।
Georges Remi র বাল্যকাল ছিলো তাঁর নিজস্ব ভাষায়, "Remarkebly Grey"... তাঁর একমাত্র সৃজন আশ্রয় ছিলেন তাঁর বাবা Alexis এবং যমজ কাকা Leon, অবশ্যই তাঁদের Bowler Hatted স্টাইলের জন্যই, আর এও অস্বীকার করার উপায় নেই যে টিনটিনের Thomson & Thompson আদতে Herge র বাবা এবং তাঁর যমজ কাকা।
১৯২৯ সালে বেলজিয়ামের এক ক্যাথলিক সংবাদপত্রে টিনটিন ধারাবাহিক ভাবে প্রকাশিত হওয়ার সময়ে, প্রেসিডেন্ট De Gaulle এক সাক্ষাৎকারে টিনটিন কে তাঁর একমাত্র প্রতিদ্বন্দী হিসেবে ঘোষণা করেন।
১৯৩০ সালের ৮ই মে, মস্কো থেকে একটি ট্রেন এসে থামে ব্রাসেলস স্টেশনে, অপেক্ষমান প্রায় ৫০০ জন লোক কে সরিয়ে দেখা যায়, একটি অল্পবয়সী ছেলে, পরনে রাশিয়ান কস্টিউম, চুলটা খয়েরি কালো এবং...quiff করা। স্টেশনে পা রাখতেই তাকে ঘিরে ধরে সকলে, তাদের প্ৰিয় টিনটিন কে একবার ছুঁয়ে দেখতে চায় তারা, হিমশিম খেতে থাকে ব্রাসেলস এর পুলিশ...এমন ভিড় তারা দেখেনি আগে।
কিন্তু কে ছিলো এই ছেলেটি?
তার আসল নাম Hennri De Donckers, একজন Cut Price অভিনেতা, যাকে সেদিন আনা হয়েছিলো টিনটিন হিসেবে, কারণ বিগত দু মাস ধরে Herge র কাছে নিয়মিত চিঠির পাহাড় জমছিলো, টিনটিন কে একবার পাঠকদের সামনে হাজির করার আর্জি নিয়ে।
জনপ্রিয়তার শিখর ছুঁয়ে ফেলে টিনটিন ১৯৬০ সালে, তার অ্যাডভেঞ্চারগুলি অনুদিত হয় পর্তুগীজ, আরবী, জার্মান, মেক্সিকান, স্প্যানিশ, ইতালিয়ান ভাষায়। ইংরেজি ভাষায় টিনটিনের সার্থক অনুবাদ করেন Leslie Lonsdale Cooper এবং Michael Turner
টিনটিনের জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছায় যে, ১৯৯০ এর পরিসংখ্যান অনুযায়ী সারা পৃথিবীতে ১০০ মিলিয়ন টিনটিনের বই বিক্রী হয় ঐ এক বছরে।
কিন্তু কি এমন আছে অল্প বয়সী এই ছেলেটির মধ্যে? যে ১৯৩০ সালের আশেপাশে, ১৯৩০ সালের মডেলের গাড়ি নিয়ে, ১৯৩০ সালের ভিলেনদের ধাওয়া করে?
আসলে টিনটিনের মূল আকর্ষণ হলো স্রষ্টা Hergeর নিখুঁত illustration এবং ডিটেলিং আর তার সাথে যোগ্য সঙ্গত করেছে পারফেক্ট কমিক টাইমিং, ভিসুয়ালি যা পাঠকদের মননে গেঁথে আছে, Sunday Telegraph Herge র এই অসামান্য কমিক ড্রয়িং কে আখ্যা দিয়েছিলো 'Venomous perfectionism আন্ড ferociously detailed' হিসেবে।
টিনটিনের জন্মের পিছনে ছিলো কমিকসের প্রতি Remi র তীব্র আকর্ষণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময়কালীন সময়ে, একটি ব্রিটিশ কমিকস নিয়মিত ফলো করতেন Herge, নাম 'Rainbow' অনেক পরে এক সাক্ষাৎকারে Remi জানান 'Rainbow' এবং 'Bringing Up Father' এই দুটি কমিকস ছিলো টিনটিন তৈরির নেপথ্যপট।
টিনটিনের একমাত্র সঙ্গী, চব্বিশ ঘন্টার দোসর Snowy র অন্য নাম ছিলো Milou, আর তা নেওয়া হয়েছিলো Remi র প্রাক্তন প্রেমিকার নাম থেকে।
টিনটিনের অ্যাডভেঞ্চারগুলি পড়ার সময়ে খেয়াল করলে দেখা যাবে খবর পরিবেশনের বিষয়টি সেখানে 'Me'র অ্যাঙ্গেল থেকে দেখানো হয়েছে, অর্থাৎ আমি কি ভাবে খবরটি brodcast করতে চাইছি, আর এই স্টাইলটি জনপ্রিয় হয়েছিলো ১৯২০ সাল নাগাদ Joseph Kessel, Albert Londres প্রমুখ সাংবাদিকদের রেবেলিয়াস খবর পরিবেশনের সূত্র ধরেই।
গোঁড়া ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করা Geroges Remi ছিলেন মূলত একজন ইলাস্ট্রেশনিস্ট, নিয়মিত বহু সংবাদপত্রের হয়েই কাজ করেছিলেন তিনি।
টিনটিন আদতে এক স্টাইল আইকন, নীল জাম্পার, খয়েরি ইলাস্টিক দেওয়া puffy প্যান্ট, সাদা মোজা এবং ইউনিক হেয়ার স্টাইলে যে আজও ৭ থেকে ৭৭ এর হৃদস্পন্দন।
সম্প্রতি ইন্ডিয়া ইঙ্ক মানে সোজাসাপ্টা কালো কালিতে আঁকা টিনটিন ও স্নোয়ির দুর্লভ এক ড্রইং প্যারিসে এক নিলামে প্রায় পাঁচ লক্ষ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। ছবিটি অবশ্যই তার স্রষ্টা ইলাস্ট্রেশনিস্ট Herge র আঁকা, এবং ১৯৩৯ সালে প্রকাশিত কিং ওটোকার'স সেপটার থেকে নেওয়া। একই শিল্পীর আকা আরেকটি কমিক স্ট্রিপ দ্য শুটিং স্টার এর একটি ড্রইং বিক্রি হয়েছে সাড়ে তিন লাখ ডলারে।
Herge র ব্যবহৃত সমস্ত সামগ্রী আজওসযত্নে রক্ষিত আছে Herge মিউজিয়াম এবং Herge ষ্টুডিওতে।
টিনটিনের জনপ্রিয়তা এমন জায়গায় যায় যে স্রষ্টা Herge র কাছে হঠাৎ একদিন একটি চিঠি আসে আফ্রিকা থেকে, বছর দশেকের Nintzi চিঠিতে জানায়, টিনটিনের জন্যই সে তার বাড়িতে লুকিয়ে থাকা চোর কে ধরতে পেরেছে, সে দেখা করতে চায় টিনটিনের সাথে একটিবার।
একজন স্রষ্টার কাছে এর চেয়ে বড় প্রাপ্তি আর কিই বা হতে পারে?
১৯২৯ সালে কানাডার রাস্তা St Boniface এ দেখা মেলে Charles নামে একটি ছেলের, প্রত্যক্ষ্যদর্শীদের কথায়, সে যেন জলজ্যান্ত টিনটিন। পরে এক সাক্ষাৎকারে Charles জানায় তাদের বাড়িতে টিনটিন লুটিন এর ছবি আছে, Charles তাকেই অনুকরণ করেছে মাত্র।
কিন্তু কে এই টিনটিন লুটিন?
টিনটিনের জন্মের বহু আগে ১৯০০ সালে Fred Isly তৈরী করেন টিনটিন লুটিন কে, যার সাথে Herge র টিনটিনের বেশ uncanny একটা মিল রয়েছে। Herge পরবর্তীতে এই বিষয়টি গ্রেশাসলি একনলেজ করেন এবং জানান, বাহ্যিক কিছু মিল থাকলেও এরা দুজন আসলে সম্পূর্ণ বিপ্রতীপ দুজন চরিত্র।
১৯৮৩ সালের ৩রা মার্চ প্রয়াত হন Herge, তাঁর মৃত্যুর পর, সাংবাদিক Numa Sadaoul কে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁর স্ত্রী ফ্যানি Herge জানান, Herge চান নি টিনটিনের ফ্রাঞ্চাইজি অন্য কেউ নিক, টিনটিন তাঁর একার, একান্তই একার।
কথা রাখা হয়েছিলো তাঁর। টিনটিন কে নিয়ে আর ফ্রাঞ্চাইজি হয় নি।
বিংশ শতাব্দীর দ্বিতীয় শতক থেকে আজও টিনটিনের এই যে বিশ্বজনীন গ্রাহ্যতা, তার মূল কারণ অবশ্যই টিনটিনের boyish লুক, পাশের বাড়ির ছেলের ইমেজ, আর তাই "The young boy stepping confidently from the train was dressed in Russian costume, is still in our hearts".
তথ্যসূত্র
Tintin, The complete companion
__ Michael Farr
Tintin, Herge & his creation
___ Harry Thompson