দোঁহা

প্রতীক ভট্টাচার্যের কবিতা

 

 

কাঁটাতার


আমরা যেদিন আগুনের পথ ধরে
স্পর্শ করেছি দেশান্তরের মাটি,
কাঁটাতারে বেঁধা করোটির ঠোঁটে হাসি
শকুনের পেট ভরা আছে পরিপাটি। 

আমরা হেঁটেছি ঝড়ের ঈশান কোণে
সাথে হেঁটে গেছে প্রিয় কিছু মৃতদেহ,
যে চোখ শুধুই ভিজিয়েছে প্রতিদিন 
সেই চোখে আজ সংশয়, সন্দেহ।

মায়ের আঁচল পড়ে আছে আঙিনায়
তুলসী তলায় মৃত গাছ কথা বলে,
রক্তের স্রোত ভেঙেছে নদীর বাঁধ
আমার পিতার লাশ ভেসে আছে জলে।

সারা গায়ে আজ পোড়া ছাই আমাদের
অন্ধ চোখেও জ্বলে যায় হাহাকার,
এখনো হাঁটছি আগুনের পথ ধরে
একদিন ঠিক পার হবো কাঁটাতার।


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন