প্রতারক
হৃদয় দিলে বেদনার অভ্যাস চিরকাল
কৈশোরে চৈতি আমার সাথে পায়ে পায়ে
বেলতলার মাঠে, কী আর বয়স তখন
সে কি এখনও আমাকে মনে রাখে!
সে কি এখনও গোপনে চিঠি দেয় প্রিয় বন্ধুকে!
বয়স বাড়লে মনে পড়ে যায় আত্মকথা
ফেলে আসা বন্ধুদের হৃদয়ে জাগিয়ে তুলি
আকাশ ঘন নীল কিছু আগে অশ্রু ঝরেছিল
নদী ঘাটে ফিরে আসে ভেসে যাওয়া সমস্ত নৌযান
চৈতির ঠিকানা খুঁজতে গিয়ে হন্তারক হবো না তো!
হৃদয় দিয়ে প্রতারক হয়ে যাই কখনও কখনও
মহানিষ্ক্রমণের পথ
নিষ্ক্রমণের পথ জানা থাকলে
যে কোনও সময় জটিল আবর্ত থেকে বেরিয়ে আসা যায়
যেভাবে এক মোহনীয় ঘোরের ভিতর
কবির অনায়াস বিচরণ
শব্দ থেকে শব্দের ক্রম ক্রমনিকায়
মাঝে মধ্যে কলম রেখে
হুস করে দেখে আসে ভূষন্ডির মাঠের ছবি
এইভাবে আকাশের কাছে আবর্তন
আর পাখির কাছে পাকদন্ডির পথ চিনে নিয়ে,
সময় হলে ফিরে যাও গোপন অভিলাসে
মহানিষ্ক্রমণের পথ রেখে যায় একা এক কবি