সৌমি কবিতা (গুচ্ছ কবিতা)
এভাবে যখন ভোর ঢলে পড়ে
তুমি দৃশ্যময় পরিবেশ
চারিদিক শান্ত সুশোভন
এক সমুদ্র সৈকতে উদ্যম বালুচর, অথচ
তুমি স্নিগ্ধ বনস্পতি
★
একটি নিস্তরঙ্গ নিসর্গ : সমারোহ
তরঙ্গে গাণিতিক শিরোজ
হরিণীর একাদশে কলম অমৃত
ভূষণ বলতে হাসিটুকু ঋক
আচমন করি কুম্ভকন্যা
বাতায়নে শ্রী তুলসীদাস
চতুষ্কোণে ঝকঝকে শতভিষা
ক্রৌঞ্চ খেলায় মত্ত বংশীখণ্ড
ওহে, নন্দিনী কপালে রক্তকরবী বিন্দি
তুমি কখনো ঈষাণী
তুমি কখনো ভৈরবী
আমি তোমার স্তবক
উচ্চারণ করো ধ্বনি
শরীরে ফুল লেগেছে
রোদ্দুর ধ্যানস্থ
★
নীল পাখি তোমার কুম্ভ চাউনিতে
সন্তর্পণে লুকিয়ে কষ্ট
আলাপ করি
বিলাপ করি
একটা লাল বর্ণ
একটা মুক্ত হাস্য
রোদ খেলে চুলের মোড়ে
অবাস্তব চাওয়া নিয়ে দাঁড়িয়ে অন্ধকার মন
★
এতো আদর নিয়ে দাঁড়ালে
সেতার বাজে ছড়ে : শুদ্ধকল্যাণ
একবার আলুলায়িত সৌমি
একবার আসাবরী চুলের গড়ণ
তুমি শুধু আলগোছে তাকিও
গোঁসাই তোমার মননবাসী
★
ওগো সুন্দরী কুম্ভকন্যা
বসন্তবৌরি ডাকে ভোররাতে
যখন আচমন করো, তালুতে
নদীর স্নিগ্ধতা মুখর আবহ
আর ভীমপলাশি বাজে
বেয়াড়া মন
বেয়াড়া সারেঙ্গী
এখনো অবুঝ ঘাসের কাছে
শিশির খুঁজবে
এখনো কবিশব্দ ভ্রাম্যমাণ
একবার শাঁখের হার সরিয়ে দেখো
গলায় গোঁসাই চন্দন হয়ে সুগন্ধ
★
আমাকে আলোড়িত করে দহন
আকাঙ্ক্ষায় নজরবন্দি এক গৃহপাখি
কখনো এলোচুলে
কখনো আড়চোখে
স্নিগ্ধতা হয়ে বয়ে চলেছ
স্তবকের বুনন গহ্বরে
তোমাকে আদর ভাবতে পারিনি
তোমাকে অছিলা ভাবতে পারিনি
শুধু অপলক ভালোবাসা নিয়ে
আড়াল করে দেখেছি তুমি কৃচ্ছ্র
