দোঁহা

শুভদীপ দের কবিতা

  


 প্রেমিকের ক্ষতের দাগ 

যে চুপিসারে মরে যায় রোজ
যে আদিগন্ত প্রেমিক সোনাঝুরি ভালোবাসে
তার কাছেও ফিকে হয়ে যায় সীমানা একদিন
দাবীর মিছিল।

ফুল ফুটে থাকে ভাঙ্গা কার্নিশে।
কাল রাতে বৃষ্টি হয়েছিল অনেক
ভেসে গেছে ভালোবাসা
সাথে সীমানা নির্ধারিত দাগ।
শুধু প্রেমিকের ক্ষতের দাগটাই ভাসলো না।


ভারতবর্ষ

ব্যরাকপুর স্টেশনে অর্ধউলঙ্গ শুয়ে আছে
আমার ভারতবর্ষ।
চারপাশে মাছি
বিশ্রী গন্ধ...
পাশ কাটিয়ে নাকে রুমাল চাপা দিয়ে
আমার দেশ চলে যাচ্ছে।
একপাশে বিগ্রহ
স্থির নত চোখ
খুচরোর আপেক্ষায়...

দিন সাতেক পরের ঘটনা,
আবার ট্রেন শব্দ করে নামিয়ে দিল ব্যরাকপুর স্টেশন।
আমার দেশ আজও শুয়েই আছে,
ময়লা জামা, ছেঁড়া প্যান্ট দিয়ে উঁকি মারছে যৌনাঙ্গ
চুলে জমে আছে হাজার বছরের ঘৃণা
স্বাধীন রাষ্ট্রের অভুক্ত ক্লেদ।

প্রতিদিন এভাবেই উলঙ্গ হয় আমার দেশ,
ছিঁড়ে যায় জামা,
ময়লা জমে চুলে, নখে।
বিগ্রহ সেজে ওঠে প্রসাদে, প্রণামীতে
ভারতবর্ষ শুয়েই থাকে

একদিন জাগবে বলে...

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন