সুখের বাসা
ইউটোপিয়ার খোঁজে
চল্ হারাই নিরুদ্দেশে কোনো গল্পকথার দেশে-
যেখানে উধাও কুয়াশা;
থাকবে না রঙ ধূসর-ধোঁয়াশা দোসর;
হতাশা হারাবে পথ, জাগবে আশা।
দে পাড়ি সুদূর; ডেকে যায় সোনা রোদ্দুর।
এক ছুট্টে খুঁজে পাবো সুখের বাসা।
ঢেউয়ের তালের সাথে মৃদু বেগে
নদীর জলের স্নিগ্ধ আবেগে-
রূপকথার ছবি দেখা সোহাগে;
মন মাঝি তুই নৌকো ভাসা।
দে পাড়ি সুদূর; ডেকে যায় সোনা রোদ্দুর।
এক ছুট্টে খুঁজে পাবো সুখের বাসা।
ক্যানভাসে-বাহারী রঙের যেন মিছিল!
রঙতুলির স্পর্শে আজ আকাশ আরও নীল।
যেন অন্তঃমিল-খুশি হয়ে সামিল,
হাওয়ারা ভাসিয়েছে ভালোবাসা।
দে পাড়ি সুদূর; ডেকে যায় সোনা রোদ্দুর।
এক ছুট্টে খুঁজে পাবো সুখের বাসা।
কায়াহীন ছায়াছবি চোরাবালি
এখনও কি অপলকে তাকিয়ে থেকে
খুঁজে যাবি শুধুই কারণ?
আমি তো দিয়েছি উপহার নিজেকে-
মৌন থাকার আভরণ।
আমি তো মেনেছি হার আগের মত আবার।
যুক্তিকে ভাসিয়েছি জলে।
জয়ের স্মারক সবই তোকেই দেওয়ার-
অঙ্ক কষেছি ভাগফলে।
জয়ের হাসি থাক্ তোরই অনুকূলে।
জানি, ওতে আমি বেশ অযোগ্য।
ভুলে যাওয়ার ভুলে ভেসেছি অকূলে।
আর ফিরে পাবো না আরোগ্য।
স্বপ্নে আসবো ভেসে দু'চোখেতে তোর।
হয়তো বা আর-এই ক'দিন খালি।
খুঁজে পেতে চাইব কিছু উত্তর!
কায়াহীন ছায়াছবি চোরাবালি।