বীতশোক
১
অকারণে কিছু সময় প্রিয়তম শোক হয়ে যায়।
যে ভালোবাসা ঘুণাক্ষরেও বুক থেকে সরেনা
কখন অভিযুক্ত হয়ে কাঠগড়ায় হিমসিম,
গুরু অপরাধে সামান্য দণ্ডে অভিশপ্ত দিন-
বিচারক অন্য বাগানবাড়ি খোঁজে,
অবহেলার চোখে বিষের যন্ত্রণা...
কি ভীষণ সে পুড়ে ছারখার প্রতি মুহূর্ত।
চোখে এক কঠিন নিরাসক্তি,
এ মৃত্যুদণ্ডের আদেশ, যাপনের অসহ্য শোক।
২
প্রত্যেকটা জানলা খুলে দিই অক্লেশে
ঢুকে পড়ে নাছোরবান্দা ভয়, সঙ্কোচ বিবশতা
তবুও ডেকে নিয়ে আসি নির্জন আলাপী রাত,
এই নিঃশব্দে কান্নার শব্দ যন্ত্রণায় তৃপ্তি ছোঁয়।
একেই বলে বোধহয় পেন কিলার-
ব্যথার উপশমে আঘাতের জলপটির প্রলেপ।
সশব্দে ভেঙে যায় প্রতিরোধী মন, সেও ভালো
গুঁড়িয়ে যাওয়ার সময় অণু অণু নিজেকে
গুছিয়ে নতুন মূর্তি গড়া যায়, ভুল শুধরে।