ভয়ংকর কগজের স্নেহ
সাহসী সুতোর বংশধর ঢলে পড়ে আবহমান ধারার বুকে
দ্যাখো
গোধূলিমাখা রাখালের সখা
আমাদের পথের শেষ নেই
সীমাহীন সে
উড়ে আসে চণ্ডালের স্নেহ
ভয় পেও না
জানি
তৃষ্ণায় জ্বলছে তোমার কণ্ঠ
গান গাও
আর
উড়িয়ে দাও
চাদরে মোড়া মাংসপিণ্ড
সন্ধানী সংকেত
এক্কা-দোক্কা খেলা ছেলেটাকে জিজ্ঞেস কোরো আমার কথা। আমি নিরুদ্দেশ হবো না কথা দিলাম, দূরত্বে থাকবো শুধু। রক্তচোষা পাতায়
ফাঁকা ট্রামে কবিতা আঁকবো। খুঁজব হারিয়ে যাওয়া বাবুইকে। সেই নৈঃশব্দ্য, তাঁর করতলে গা এলিয়ে তৃপ্তিতে ঘুমোবো।
এক শঙ্খনাদ, কাঁচা স্বপ্ন ভাঙিয়ে দেবে আমার। ফুটপাথে কপাল চাপড়াবে কৃষ্ণচূড়ার কচি পল্লব।
সবটা কেমন শৃঙ্খল…