দোঁহা

মহাজিস মণ্ডলের কবিতা

 


মশাল

একটা সাঁকো পেরিয়ে
দেখি আর একটা সাঁকো
চারপাশে শূন্যতারা
বাতাসের মতো বাজে
ছায়ামানুষেরা দলে দলে
ফিরে আসে ঘরে ঘরে
হাতে আগুনের মশাল জ্বেলে...


গল্প

হঠাৎ সেই কথাগুলো
নদী হয়ে গেলো
অনন্ত প্রান্তর পেরিয়ে
সন্ধ্যার দিকে
তারপর রাতের পাতায়
এক একটা গল্প লেখে
মানুষের সুখ-দুঃখের...

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন