প্রতিবেশী
আনন্দ করতে গিয়ে কতটা ভুল করেছো ঠিক কতটা
জানো কি?
তবু ভুল ভেবে যা ভুল করেছো তার খবর রাখো
উদাসীন রাস্তার নির্দিষ্ট শব্দ নিয়ে কত পথ হেঁটে গিয়েছো
তা জানো কি?
বিপন্নতা এনেছে হাহাকার গতি, তীক্ষ্ণতা এনেছে বিপ্লব
কখনো গল্প লিখে কবিতা বলে চালাতে পেরেছো কি?
ভুল ঠিক কৃপণ হাতে ভুল বলে চালিয়ে নিয়েছো তা
মাঠের সেই ভেতর ঘর থেকে শব্দ ভেসে আসে
মাঝ গঙ্গায় ডুবে যাচ্ছে বাড়ির বড় ছেলে
হাত ধরবার কেও নেই, ঘরেও খবর দেবার লোক কই
দীর্ঘনিশ্বাসের শব্দ পাড়া প্রতিবেশী সমাজ এক জীবনেই শেষ হয়ে যায়
সাইকেলের মতো এক জীবন
দিন-রাত, সকাল-সন্ধ্যায় মেঘে হঠাৎ কথা এল
ভাবনাগুলো গুলিয়ে গেল
এবার তোমায় থামতে হল থামবে তুমি কি বলে
ভালোবাসা আছে,দখলদারি নেই
তাই আকাশও নেই
সহজ
মাঠের ওপর একা হেঁটে যেতে ভালো লাগে
যদি সেই মাঠ শুকনো হয় বর্ষায়, গ্রীষ্মে ভিজে
ছলাক ছলাক জলকাদায় যদি নি আশ্রয়ে উতলে ওঠা এক এক দিনে
তরবারি নৌকার ওপর পড়ে থাকে,তর্ক হয় চর্চাভরা ভালোবাসা নিয়ে
মাঝ সমুদ্রের সাথে মেশে কবিতা
কোন কবিতা?
যা কিনা সহজে লেখা যায়
লিখতে তা সহজ সরল অনাড়ম্বর জীবন পেতে হয়
ভাসানো নৌকা কাগজের দেওয়ালে কাঁচি চালায়
কাঁচের দেওয়াল ভেঙে মেঝের ওপর আসন পেতে কবিতা পড়তে হয়, অনেক। ডিবে আলোতে বসে থাকতে হয় দিন দিন
মন্দ কথা লিখতে মন্দ শুনতে হয়
কবিতা কি সহজে লেখা যায়?
তা লিখতে সহজ সরল অনাড়ম্বর জীবন পেতে হয়