জনগণতন্ত্র
১.
আমরা নেমে আসছি পুকুরে
পরিবর্তে কয়েকটি মাছ উঠে আসছে
সমান চিহ্নের দুপাশে
পরিস্থিতি ও পরিবর্তন
জল ও ডাঙায় কারফিউ
জাল গিলে নিচ্ছে আস্ত দুপুর
২.
প্রশিক্ষিত পায়রার ডানায় চিহ্ন
জ্যামিতি মিলবে না, ধুয়ে নিচ্ছি চোখ
আবার বাঘের গলায় রেডিও কলার
গ্রেট মাইগ্রেশন ছোট হয়ে আসছে জেনেও
বড় চৌবাচ্চায় সাঁতার শিখছি
৩.
উঠোন ক্রমে টুকরো হচ্ছে
বৃত্তের পরিধি জুড়ে সন্দেহ
শোকমন্ত্রে আর্তনাদ, রক্তদাগ
যদি ধরি দেশ মানে মাটি,
আমরা কতটা পোশাক, কতটা দেহ