স্বাধীনতা এবং…
স্বাধীনতার দিন আসে যায়, কাঁটাতারের ফোঁকর দিয়ে দেখি ফেলে আসা সময়ের গল্পগাছার চালচিত্র। মেঘ উড়ে যায় ইছামতীর ওপারে, মেঘেদের কোনো রাষ্ট্রিক সীমা নেই, উড়তে লাগে না ভিসা পাসপোর্ট। যন্ত্রণা ধর্মহীন, ক্রমাগত পাক খায় হৃদয় নদীর জলে। দীর্ঘশ্বাসের জলতরঙ্গে স্মৃতির গন্ধ, ফাঁকা ট্রেন পেরিয়ে যায় পথঘাট, উঠোন, ধুলোময় মাঠ, বনবাদাড়।
জমাখরচের সিন্দুকে হাহাকারের বেদনার্ত স্বর, রক্তাক্ত কবিতা দিয়ে গেঁথে রাখি বৃষ্টিদিনের অশ্রুমালা।
আমি শরণার্থী
চর্যাপদের ছায়ায় সাজিয়ে রাখি স্বপ্নলতা দিয়ে মোড়া সাধের ঘরবাড়ি, কপোতাক্ষ নদের বুকে খেলে বেড়ায় মধুকবির পদাবলির সুর, লালন সাঁইয়ের কবিতার খাতায় মিলনের শব্দযাপন, স্মৃতির মাটি দিয়ে আরেকবার নিকিয়ে নিই জ্যোৎস্না প্লাবিত উঠোন। জলাভূমির সোঁদা গন্ধ মেখে ডাহুকের পাখায় মাথা রাখে ডাহুকি, বটের ঝুরি বেয়ে ঘুটঘুটে অন্ধকার নেমে আসে মেঘনার জলে। স্মৃতির আঁচড় খেতে খেতে ফিরি বাস্তবে। চোখ মেলে দেখি রিফিউজি এই আমি শুয়ে আছি শরণার্থী শিবিরে।