দোঁহা

রূপো বর্মনের গুচ্ছ কবিতা

 


খোঁজে সে বার বার

তৃণভূমিতে মাথা রেখে বটের মতো
আগলে রাখা সেই কর
ঠোঁট তালুর উষ্ণ ছোঁয়া
উন্মাদ শুকুনের চাহনি
খোঁজে সে বার বার,
শুঁকনো পাঁপড়িতে রস উৎপন্ন করতে
বসন্তের গান কুকিলের ডাক
সুবাসের মেলবন্ধন কাশফুলের ন্যায়
বিশ্বাসী বন্ধু সেদিনের মতো
দূর্বা ঘাসের কংক্রিটের দেওয়ালের যত্ন
অমায়িক ছায়া কায়ার বৈচিত্র্য।


সংগ্রাম 

চাল ডাল নেই তবে
দিব্যি কাটে দিন ডাইনিং টেবিলের
বেচে যাওয়া আর বাসি খাবারে
খাতা কলম বই না থাক তবুও
শিক্ষা পায় শেখে ফুটপাতে মানুষের আচরণে
অদম্য সাহস শক্তি আত্ম বিশ্বাস তাই তো
রেলস্টেশন পাহাড়া দেয় ছেঁড়া কাঁথা গায়ে
টাকা দিয়ে নয় এমনিতেই অনেক
কাপড় চোপড় ওদের উমাকে দেখতে যাওয়ার
দুধে ভরা বাটি নিয়ে যায় তার জন্য
যদিও বেড়ালে মুখ দেওয়া
ঘর মোছা কাপড় কাচা বাসন মাজা ইত্যাদি
কাজ করে যে বাবুদের ঘরে
সেই ছোট্ট ছেলে মেয়ে দুটি
উমা যেন গর্বিত বেশ, জীবন মানেই সংগ্রাম।



প্রায়শ্চিত্ত নিশ্চিত

সুখ শুধু সুখ ক্ষণিকের
আর কিছু নয়, এই কি জীবন
সে বিশ্বাস করে দেহ মন উৎসর্গ করেছে
ভালোবাসে বলে পুরুষকে নয় তোমাকে
ভ্রমর হয়ে তৃষ্ণা মিটিয়ে আবার সেই পথে
এ ভুল নয় পাপ‌ প্রায়শ্চিত্ত নিশ্চিত
এ যে কলি লোভের হয় বলি
সে মেয়ে মায়ের জাত দেবীর অংশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন