দোঁহা

চন্দ্রানী গোস্বামীর কবিতা

 

 
স্বচ্ছন্দ

বুকের আবৃত অংশই মনে পড়ে।

অনাবৃত জায়গায় ওই যে তিল
জানি, বহু চুমুতে ব্যথার চেয়েও রক্তাক্ত
বৃন্ত তবু কিশোরী বোঁটার মতন অসমাপ্ত

ওখানে শুধু যে শরীর লুকিয়ে আছে, এমন 
ওল্ড টেস্টামেন্ট'র কথা আমি অন্তত শুনিনি।

 

শীত

অভিমান আগে ছিল, এখন ধুসরমতো পাইনের অন্ধকার

গুলজারের গানের লিরিক্স এ যতটা অপেক্ষা
তার চেয়ে বেশি করে চাঁদ গিলে খেয়েছে
আমাদের নভেম্বরের বিকেলগুলো

নষ্ট ক্রিসেন্থেমাম গাছে চড়াই খুঁটে খায় সব যোগাযোগ
ফুলের ভিতর হাত চিঠি-পতঙ্গের নিথর উড়াল, মৃত... নিশ্চুপ

সত্যিই বুঝিনা, গলার দু'পাশে ভোকালকর্ডে টনটন করে রাগ
নক্ষত্র কিংবা ছায়াপথ ফেলে পৃথিবীর চারধারে 
কেন এতো ছাই? 

বুকে কফ জমে হলুদ হয়েছে শীত
ঈশ্বরের চেয়েও ছন্নছাড়া চোখ-আসবাবহীন মিড-ডিসেম্বর বিকেল...

বুকের ক্লিভেজে সন্ধ্যাটুকু চেপে রেখে
তোমার আবছা রুমালে আমার অলিভ ঠোঁট...

 আমার আর কোনো অভিযোগ নেই।




1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন