শীত
অভিমান আগে ছিল, এখন ধুসরমতো পাইনের অন্ধকার
গুলজারের গানের লিরিক্স এ যতটা অপেক্ষা
তার চেয়ে বেশি করে চাঁদ গিলে খেয়েছে
আমাদের নভেম্বরের বিকেলগুলো
নষ্ট ক্রিসেন্থেমাম গাছে চড়াই খুঁটে খায় সব যোগাযোগ
ফুলের ভিতর হাত চিঠি-পতঙ্গের নিথর উড়াল, মৃত... নিশ্চুপ
সত্যিই বুঝিনা, গলার দু'পাশে ভোকালকর্ডে টনটন করে রাগ
নক্ষত্র কিংবা ছায়াপথ ফেলে পৃথিবীর চারধারে
কেন এতো ছাই?
বুকে কফ জমে হলুদ হয়েছে শীত
ঈশ্বরের চেয়েও ছন্নছাড়া চোখ-আসবাবহীন মিড-ডিসেম্বর বিকেল...
বুকের ক্লিভেজে সন্ধ্যাটুকু চেপে রেখে
তোমার আবছা রুমালে আমার অলিভ ঠোঁট...
আমার আর কোনো অভিযোগ নেই।
2ti kabita i anabadya
উত্তরমুছুন