দোঁহা

কৌশিক সেনের কবিতা



সাইকো

চাপ চাপ রক্ত রেখেছি চুলায়
আলোর সরলরেখায় আগুন।
মধুময় ভোরে সূর্যমুখী ক্যাপুচিনোয়
চুমুক দিতে দিতে বোধ হয়,
এই বুঝি উঁকি দিলে ঝুলবারান্দায়
এই বুঝি ছলকে পড়লে কফিমাগে!

রেফ্রিজারেটার খুলে দেখেছি
আহা, আধখানা তরমুজ রাখা
বীজে বীজে ভরে যাবে শীতকাল!

শারীরিক অবসাদে দেখেছি
একটা গোটা টু বিএইচকে
কীভাবে ছুটির সকাল হয়ে যায়!



হাইবারনেশান

শীতঘুমে চলে যাবো ভাবি।

রুপোর তবকে গাঁথা রাত
ধ্বনিভোটে জিতে ফেরে আলোর শিশুরা
পাতার বিরহগাথা লেখা হোক নদীর বিষাদে।

এ কোন কুয়াশা দিলে শ্যাম,
পটভূমি ফালাফালা দেশ
এ কোন কবিতা দিলে সাঁই
ব্যাথা মেশে নগ্ন সরীসৃপে!

স্পর্শ যদি বেদনার নাম
খড়ি কাটি পিতলপরাতে
আজও রাই, শ্যামসম্ভাবি।

চিরঘুমে চলে যাবো, ভাবি।।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন