এখন সন্ধ্যা
কাকে বেশি ভাল লাগে : মেঘ না মেঘবতী তন্দ্রা
প্রতিধ্বনি ফিরে এলে গোধূলি সুদূরপ্রসারী
আলো ক্ষণজন্মা...
আমার প্রশ্ন বা উত্তর ধর্তব্য নয়, জানি।
প্রগলভতা এখন স্তব, নিরাকার।
তুমি উত্তর দিলে না, মেজেঘষে তুলে রাখলে
বয়সের দুর্বলতা, যেন অসময়ে তাক থেকে
পেড়ে নেবে মেঘবৃষ্টিজল বা নেহাত নস্টালজিয়া
কাকে বেশি ভাল লাগে : স্তিমিত জল
নাকি অনর্গল পাতাঝরার মাঘী শব্দজাল!
এখন সন্ধ্যা।
কাকে বেশি ভাল লাগে : মেঘ না মেঘবতী তন্দ্রা
প্রতিধ্বনি ফিরে এলে গোধূলি সুদূরপ্রসারী
আলো ক্ষণজন্মা...
আমার প্রশ্ন বা উত্তর ধর্তব্য নয়, জানি।
প্রগলভতা এখন স্তব, নিরাকার।
তুমি উত্তর দিলে না, মেজেঘষে তুলে রাখলে
বয়সের দুর্বলতা, যেন অসময়ে তাক থেকে
পেড়ে নেবে মেঘবৃষ্টিজল বা নেহাত নস্টালজিয়া
কাকে বেশি ভাল লাগে : স্তিমিত জল
নাকি অনর্গল পাতাঝরার মাঘী শব্দজাল!
এখন সন্ধ্যা।
ইনফ্যাচুয়েশন
এইসব শীতকাল কুয়াশা ভ্রুকুটি ভোর
ফাঁকা প্লাটফর্ম জুড়ে বেওয়ারিশ দু একটা প্রেম
টেনেটেনে 'চায়ে গরম' ডাক,
জানালার কোলে ভাঁড় দীর্ঘ চুমুক
সোয়েটার মাফলারে হঠাৎ কামনাফুল
এ'ও বুঝি ইনফ্যাচুয়েশন!
এই ট্রেন যাত্রীবিহীন
শুধু দুটি কাল্পনিক টিলা, চাঁদের কলঙ্ক
যতদূর দেখা যায় মিঠে আলো রোদ
পৌষালী মেয়ে চোখ চোখ রেখে ইন্দ্রিয়প্রবণ
ভিতরে তখন কথা পারাপার
অনন্ত শীতঘুমে কথা নয়, কথার মহড়া
তোলপাড় স্টেশন...
ট্রেন আসে, ট্রেন যায়
থৈ থৈ কুয়াশায় ভালবাসা মৃত্যুর মত ফ্যাকাসে
মৃত্যু বা মোহ, আর কিছু নয়?
এইসব শীতকাল কুয়াশা ভ্রুকুটি ভোর
ফাঁকা প্লাটফর্ম জুড়ে বেওয়ারিশ দু একটা প্রেম
টেনেটেনে 'চায়ে গরম' ডাক,
জানালার কোলে ভাঁড় দীর্ঘ চুমুক
সোয়েটার মাফলারে হঠাৎ কামনাফুল
এ'ও বুঝি ইনফ্যাচুয়েশন!
এই ট্রেন যাত্রীবিহীন
শুধু দুটি কাল্পনিক টিলা, চাঁদের কলঙ্ক
যতদূর দেখা যায় মিঠে আলো রোদ
পৌষালী মেয়ে চোখ চোখ রেখে ইন্দ্রিয়প্রবণ
ভিতরে তখন কথা পারাপার
অনন্ত শীতঘুমে কথা নয়, কথার মহড়া
তোলপাড় স্টেশন...
ট্রেন আসে, ট্রেন যায়
থৈ থৈ কুয়াশায় ভালবাসা মৃত্যুর মত ফ্যাকাসে
মৃত্যু বা মোহ, আর কিছু নয়?