দোঁহা

পিয়াংকীর কবিতা

 


শীতঘুম এবং বড়শির যোগফল 


(১)
 
ধ্যানভাঙা কপালে গোনাগুনতি লুব্ধক
তুমি আমি সে তাহারা-ধার্য সবকিছুই 
তোরঙ্গের ওপর দানপাত্র
ছায়াকাঠি বরাবর সূর্য
মৌমাছিজাত যা কিছু সবটুকু কি শীতকালীন সংখ্যা নয়? 

Winter-sleep is nothing, just a mirror stage 

প্রত্নতত্ত্ব কিংবা লিটমাস এফেক্ট 
ঘুমের ভিতর কিলবিল করে যত মাছ-

মৃত আঁশের দিব্বি, 
কুয়াশার আড়ালে বসে আছেন তথাগত এবং... 

(২)

নাগচুম্বন পরবর্তী অধ্যায় 
জখম, পাহাড়ি পুরুষ এবং  শীতের খাদ-একটি  সমান্তরাল রেখা
বিড়াল চলাচল করে, 
ডুবসাঁতারে উঠে আসে প্রাচীন প্রতিশ্রুতি 

even the  snakehole is overwrapped by...

বড়শিতে মাছবিক্রেতা এলে, 
জলের দায় কার হাতে তুলে দেবেন ভেবেছেন?

গর্তে ঢুকে গেছে পুচ্ছপাখনা 
অরক্ষিত দিনের গল্পে এখন শুধুই মাঘমাস। 

স্মুচ-এর পারফেক্ট ডেফিনেশন শিখিয়েছিলে যতবার, 
শিখে নিয়েছিলাম স্নানঘরে নোঙর ফেলার  রীতি 

(৩)

তর্জনীতে অমাবস্যার রাত। 
ঢেউ বাড়ছে কাঁধের ট্যাটুতে
স্তনফুলে এসে বসত যে পেঁচা সে-ই জানে ঘনিষ্ঠ'র সংজ্ঞা 
হরিণের চোখে এখন ঢিলেঢালা জামা
নৌকাবিলাস নিয়ে এগিয়ে গেছে যে মাঝি
কাঞ্চনচোখ ভিন্ন তাঁর দ্বিতীয় কোনো আশ্রয় নেই

...Myth or diplomatic bond - all is available in hibernation 

হোমাগ্নি আনো
বাড়ন্ত মুহূর্তে ফিরে দেখো পূর্বপাড়ের হিসেব
আয়ুউল্লাসের পাশে দাঁড়িয়ে আছে লুপ্তপ্রায় চাতক

শীতঘুম + বড়শির যোগফল = ? 







একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন