দোঁহা

নীলাদ্রি দেবের কবিতা

 

 

গানশাড়ি

সমস্ত শীতের পেটে সূর্যমুখী 
আমাদের ভুলগুলো প্রাপ্তবয়স্ক হল
তবু সিঁড়ি ফুরোচ্ছে না 
এই কুয়াশা বলয়ে
আমি তুমি...বড় ঠুনকো শোনায়
এসো গান আঁকি
গানের জমিনে সামান্য পলকা ছাপ

 
শীতলাইন
 
দিগন্ত কি আরও কাছে এলো
পাহাড়ের খাঁজ স্পষ্ট হচ্ছে জানালায়
খেজুরের হাড়ি চুঁইয়ে শিশির 
সার্কাস মাঠে তাবু পড়েছে
সার্চলাইটের ছায়ায় অজস্র ফিল্টার
এসব প্রকট ছবির সমান্তরালে 
তুলো দিয়ে পাথর বিচার করা বিকেলে 
কমলালেবু গড়িয়ে নামছে ভুটান পাহাড় থেকে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন