সংযোগের মৃত্যুরব
বন্ধ ঘর শব্দহীন
প্রেত সভায় ডাকছে কাক
বন্ধা জল হয় বিলীন
ছন্দবোধ খুবলে খাক
দুঃখ দিক ক্লান্তিময়
বেশ্যাদের চিন্তাবোধ
এই সভার হচ্ছে জয়
ভাঙছে পথ জল নিরোধ
তোর কাছেই রক্তবীজ
বাধলো সব সস্তা ঘর
উষ্ণীষের ওই তাবিজ
ঠোঁটে আমার, বাড়িয়ে ধর
ধরবি যেই দেখবি সব
কাঁপছে ফুল সন্ধিহান
সংযোগের মৃত্যুরব
তোর দিকেও দিচ্ছে টান
সমাধি
যাকে তোমরা সমাধি বলো
আমি তাহাকে শরীর বলে থাকি…
এই যেমন পুরুষ শরীরে কামনা, লালসার বাস
যেমন নারীর চোখের গভীরে মৃত সাপেদের বিষ!
কেবল পথের মাঝে গাড়ির পেটের মধ্যে
ঢুকে যাওয়া সস্তা রমনীদের চাহনি
ব্যর্থ মনে হয়,
মনে হয় এই সমাধির বুনন ভালো না!
চুন ইট সুরকি খসে গেছে প্রখর খিদের রোদে
তোমাদের মধ্যে যারা যৌন পল্লীর সহিত পরিচিত
অর্থাৎ যাদের যাওয়া আসা বেশ ভালো
তারা বলতে পারবে সমাধি কত উচ্চমানের হয়,
বেদিতে বেদিতে রঙ ফুলের বাহার, আহা!
যেখানে হাজার হাতুড়ি পিটলেও ভাঙবে না কেউ…
খুব ভালো লাগলো
উত্তরমুছুন