শীত বিষয়ক
১.
কোচিন ক্লাস ছুটি হয়ে যাবে বলে
হুড়োহুড়ি করে আসতে গিয়ে মাফলারটা ভুলে গেছি
ক্লাস ছুটি হয়ে গেল…সবাই একে একে বেরিয়ে যাচ্ছে
কোয়েনা বলে গেল তুই আসিসনি
‘নি' থেকে ‘ধা'-এ যেতে ভুল হয়ে যায়
ফেরার পথে ডিসেম্বর মাস আঁচড়ে কামড়ে একাক্কার করে
প্যারাসিটামল তোর হয়ে কাছে এল
নেক্সট ক্লাসও কি মিস হয়ে যাবে!
২.
ডিসেম্বরেই সেই তারিখটা আসে
সেই হারিয়ে দিতে চাওয়া রাক্ষসটা
একা একা মাঠ পেরোই কুয়াশায় মুছে যেতে
ডিসেম্বরে পুলুদা হনিমুনে গেল আন্দামান
আমাকে কদিন শুতে বলল রাতে
একদিনও ঘুমোতে পারিনি ও ঘরে!
ডিসেম্বর আলেয়াকে ডেকে আনে আবছায়াদের বাড়ি
প্রভু যীশুর সামনে রাখা মোমের সামনে
এসে মনে হয় সব কিছু দেওয়া হয়ে গেছে