আগুন জ্বালাবো আমি
মঙ্গলধ্বনি বেজে উঠেছে, আলোর রোশনাই
ওরা যে বললো, তুমি নাকি খুব ব্যস্ত- একটিবারও দেখার জো নাই
গেট থেকেই তাড়িয়ে দিলো, পুলিশ এসে দিলো বকে-
বললো হেসে থানায় যান। চিট করেছে?
ডায়েরি লিখুন তবে।
তিন বছর সাতটি মাস সতেরো দিনের প্রেম
জীবন সাথী হবো আমরর-যেমন সবাই ভাবে
আমিও ভেবেছিলেম,
কেমন করে লিখবো আমি-প্রথম থেকে শেষতম চুম্বনের স্বাদ
কি করে দেখাই বলো, এখনো আছে-বাঁ স্তনে কামড়ে দেবার দাগ।
সহবাসের পর মুখ লুকাতে, যেমন শিশুর মতো
এসব কথা, আর যাই হোক, কেমন করে ডায়েরিতে লিখি বলো?
আজকে তোমার বিয়ে, অগ্নিসাক্ষী- উলুধ্বনি কতো
আমার থেকে দেখতে-শুনতে নিশ্চয় সেই মেয়েটিই ভালো।
খুশি থেকো তোমরা দুজন, ওকে অনেক সুখী রেখো
আর যাবোনা ওদিক পানে, মনে থাকবে ঠিক-দেখো
বিসস্ত্র পায়ে ঘরে এলাম, ভিজে চোখের জলে-
আগুন আমায় জ্বালাতে হবেই, ভালোবাসাকে পোড়াবো বলে...
না বলা বাণী
বিষন্ন মেঘ, ছাই দুপুর, চিলেকোঠা
পিন-ড্রপ সাইলেন্স, ছেঁড়া-খোঁড়া মাদুর
দুটো ঠোঁট নিশ্চুপ
এসব বল্লে যদি মনখারাপ বোঝায়
তবে মনভালো শব্দগুলো লিখেই কুচিকুচি
ফেলে এসেছি সেই ক্ষয়িষ্ণু জলপ্রপাতে
পাথরের খাঁজে আটকে-না বলা বাণী
খোঁজ পায়নি কেউ
তোমাকেও বলা হয়নি
থাক না কিছুটা ব্যক্তিগত