দোঁহা

চয়ন দত্তের কবিতা

 


সমুদ্র

সমস্ত রাত
তোমার কথা ভেবে কেটে যায়
ভোর হয়।
পাখির শান্ত ডাক
বাতাস
আর কাঁচা সূর্যস্পন্দন
পেরিয়ে, দেখা হয় ফের। আমাদের। 

সাত দিন?
আসলে-
সাত সাতটা সমুদ্র পেরিয়ে! 


শূন্যতা 

বাস ছুটিয়ে 
তুমি চলে যাও।
মিলিয়ে যাও 
দূর 
আরও, দূরে... 

এমন অদ্ভুত শূন্যতা 
রেখে যাও কেন রোজ? 




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন