অর্থহীন স্তাবকতা
মুখ আর মুখোশের মাঝে এখন বিন্দু ব্যবধান,
ধ্যানমগ্ন সময়ের আড়ালে আলোহীন
নিবিড় অরণ্য!
বর্ণ বিপর্যয় কেড়ে নেয় সমস্ত শব্দের রঙ,
সরীসৃপ বেঁচে থাকায় শুধু অলীক যাপনকথা!
অন্ধ দাঁড়িপাল্লা দোলে এদিক ওদিক,
মরে আসে যাবতীয় সংজ্ঞা-ঠিক, ভুল
বিশ্বাসহীনতায় ডুবে যায় আমাদের
প্রহর প্রহর প্রশ্বাস নিঃশ্বাস।
জীর্ণ-প্রতিবিম্ব
ভাল থাকা সমানুপাতিক হারে নত হলে
স্তাবকতার সংজ্ঞা লেখে সদ্য হারানো শৈশব,
মনের গভীরে!
দর্পণের প্রতিবিম্বে নিজস্বীর পরিবর্তে
অন্য কেউ-
বুঝে নিতে হয়
জীবনের অস্তিত্ব সংকটে!
ভালবাসা সব মেনে নেওয়ার অধিকার হলে
মন মরে যায় অচিরে,
সদ্যজাত বিপ্রতীপ যাবতীয়
দূরত্বর অজুহাতে দোষারোপ আঁকে চৌকাঠে,
বৃষ্টিছাটে...