দোঁহা

ভাস্বতী বন্দ্যোপাধ্যায় রায়চৌধুরীর কবিতা




পুষ্পাঞ্জলি

মিউজিয়ামের মতো প্রকান্ড এই ঘরে
চেয়ারের পাশে বাঁধিয়ে রাখা আছে সম্মাননা
পিছনে তাকিয়ে দেখি
আয়নায় নিজেকে আর ভালো করে দেখা যায় না,
সমস্ত প্রশ্নচিহ্ন মুছে গেছে।
'পুষ্প বিল্ব পত্রাঞ্জলি'
মন্ত্রোচ্চারিত ধ্বনি শেষে
পিঁপড়ের মতো হেঁটে চলা জ্বলন্ত অবয়বগুলোকে
পিষে ফেলি।


সরীসৃপ

গন্তব্য:
খাদের কিনার ধরে হেঁটে আসা
গন্তব্যের খুব কাছে পৌঁছে
বুকে হেঁটে, বাকি পথ।
 
অতিকথন:
উত্তর দক্ষিণ পশ্চিম ও পূর্ব,
বাকি ষষ্টদিশার জানালা দরোজা
অতিকথনের মতো আলো ফেলে,
তাই সব বন্ধ রাখি।

সত্যি:
কাকে উঠিয়ে নিয়ে গেল আজ
কে বলেছে, সত্যি কথা?

1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন