দোঁহা

পূর্ণেন্দু মিশ্র-এর কবিতা

 


বাদামী অ্যাসট্রেতে ছাই

বাদামী অ্যাসট্রেতে ছাই পড়ে আছে,
গরম রাগের মতো ছাই পড়ে আছে,
দেশপোড়া ছাই, হাড়পোড়া ছাই।
গাছ-পাথর পোড়া ছাই পড়ে আছে।
মুখে মুখে কারা আগুন ছড়ালো,
আর কারা তত আগুন বুকে নিয়ে মশাল জাদুকর,
বদলে রইলো পড়ে হিম বরফের চাদর,
যেন ঠান্ডা সভ্যতার ঘুরে দাঁড়াবার নেই কোন দায়,
ছাই, ছাই, সেই ছাই পড়ে আছে প্রচন্ড অহমিকায়।


হাত

যে হাতে কাজের দরকার,
রঙের দরকার, লেখার দরকার,
সে হাতেই ধরিয়ে দিলে সাইনাইড?
চকচকে ছুরি, প্রলোভন ব্লেড?
আঙুল তুললে তাকেই গুঁড়িয়ে দিলে ভাঙ্গা স্তম্ভের মত।

তোমার কোনো হাত নেই বলে,
তোমার কোনো হাত নেই বলে,
এইভাবে হে শাসক মিথ্যে অজুহাতে নেমে এলে?


1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন