দোঁহা

শঙ্খ মিত্রের কবিতা

 


চেতনার স্তব

যতটুকু হেঁটে আসি রোজ
থেমে থাকি তার চেয়ে ঢের বেশি
স্পর্শের ঠিকানা থমকে গ্যাছে ব'লে
ক্রমশ প্রকট হয় স্বর থেকে শর

বিরহী কাঠের সমাবেশ
পুরোনো আসবাব
আজও কি মনে রেখেছে
প্রিয়তম হন্তারকের কুঠার

অদূর অতীতে কোথাও ঘটে গ্যাছে
অগ্ন্যূৎপাত, কেঁপে ওঠে আয়ুরেখা
অলিখিত চিতার সারাৎসার ছুঁয়ে দিলে
এমন দিনেও হাড় হিম হয়ে আসে

আউড়ে চলেছি প্রত্যয়, চেতনার স্তব
ভুলে যেতে চাই স্তাবকের চেহারা
কোলাহল থেকে সরিয়ে রেখেছি পূরবী
আমার সমস্ত হাহাকারে, কেউ এসে
অনিমিখ ছুঁয়ে থাকুক ঐশ্বরিক পালক


বিরক্তিকর 

আনাচে কানাচে চোখের সমুখে শুধু
বিরক্তিকর কীট-পোকারা ঘুরে বেড়াচ্ছে
যতসব গা ঘিনঘিনে ব্যাপার

অথচ ফুল থেকে ফুলে, তুমি
রঙিন প্রজাপতি ধরেছিলে বহুদিন
আঙুলে আঙুলে লেগে আছে বেনীআসহকলা

স্মৃতিকে দেরাজে তুলে রেখে
তুমি লিখে চলেছ শৌখিন বিজ্ঞাপন
পুরাঘটিত ইচ্ছেদের এপিটাফ

হড়পা মেঘে বিহ্বল হয়ে আসে দৃষ্টি
অপূর্ব স্নানের শব্দে এবার ঘুম ভেঙে যাবে
একদিন গন্ধর্বমতে বাগদান সারা হ'লে
মুদ্রিত হবে সমস্ত আলোচিত কলঙ্ক

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন