দোঁহা

মীরা মুখোপাধ্যায়ের কবিতা

 


মৃত ভাষার জন্য লেখা

মনে করো, যে ভাষা মরে গেছে তুমি তার কবি...গুটিকয় মেষপালক আর 
হাতেগোনা কজন বৃদ্ধ বৃদ্ধা ছাড়া 
এ ভাষা বলে না কেউ 

বৃদ্ধ বৃদ্ধারা কানে শুনতে পায় না আর মেষপালকেরা তাদের ভেড়াদের এ ভাষায় খিস্তি করে শুধু  

তোমার কবিতা তাই হারিয়ে যায় 
উপত্যকা জোড়া পাথরের খাঁজে খাঁজে
আকাশের উদাসীন নীলে

অথচ এই ভাষাই একদিন সহস্রধারায়
জীবনকে আলোকিত করে রেখেছিল...
আজ সে মরে যাচ্ছে...

মাতৃভাষা

অনেকগুলো বাঁক ঘুরতে ঘুরতে
তোমার বুকের কাছটিতে এলাম শেষে...
এসেই শ্বাস নিলাম গভীর করে
গলা উঁচু করে কতদিন পর ডাকলাম মাগো!

মা চলে গেছেন বহুদিন 
নিঃস্ব, রিক্ত, ফাঁকা হৃৎপিন্ডের মধ্যে 
শুধু বেজে যায় মাতৃভাষার জয়জয়ন্তীটুকু

এটুকুই নিজের, এটুকুই অহংকার




একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন