দোঁহা

স্বপন শর্মার কবিতা

অর্জুন উবাচ--২৭

দেখালেন বিশ্বরূপ দিব্যদৃষ্টি দানে    

 নিয়তি, গন্তব্য আর নির্ধারিত লক্ষ্য    

সামনে সংশয়হীন অবাক দেখছি   

 গৌরভাবে গুড়াকেশ, প্রিয় জ্যোতির্ময়,  

 সমস্ত ভাবনা আজ নিয়ন্ত্রিত হোক   

রূপ আর অরূপের সেতু গড়া

                    আলোর ছটায় ।


  দিব্যদৃষ্টি চোখ থেকে সরে গেলে দেখি         

  গোপন প্রশ্নেরা মাথা উঁচিয়ে সপাট

   শব্দহীন বলে চলে,          

   অঞ্জলি প্রদান যাঁকে, গোপন অজানা তাঁর ?        

   মাতুল হত্যার রক্তে রঞ্জিত যে হাত   

   জরাসন্ধ হত যাঁর ইশারায়     

   পৌন্ড্রকের ছিন্নমুণ্ড সুদর্শনে

   কিংবা শিশুপাল মরে অলৌকিক দেখে,          

   গোপনে প্রকাশ যাঁর পেশী পরাক্রম

   যন্ত্র ও যান্ত্রিক যিনি শ্রেষ্ঠ ষড়যন্ত্রী  

   গাণ্ডিবী সমস্ত জেনে তাঁর ক্রীড়নক ?        

                                

  কপট ছায়ায় ভরা ঘৃণ্য রাজনীতি

  প্রাপ্তির নেশায় তবু কীটের আহুতি   

  প্রজ্জ্বলিত অভীষ্টের হিমেল আগুনে।   

  ক্ষমতা লেজুড় চায় উচ্ছিষ্ট প্রদানে  

  তবে কি লেজুড়বৃত্তি করা ক্রীতদাস

  নির্লজ্জ অনুসরণ  অক্ষম পার্থের ?    

                                 

   আদিম প্রবৃত্তি মেনে যুদ্ধের দামামা ?

   পরিণাম শুধু ভাসে অসহায় চোখেঃ          

   স্বজন নিরপরাধ সাধারণ প্রজা   

   আসন্ন হত্যার যজ্ঞে বিপন্ন সমিধ ।

 

 ২৮ 

   

 হে প্রিয় দেবদত্ত, অযথাই বাজলে  

 রণপ্রাঙ্গণে বহু বয়সি ধানুকী  

 হৃদয়ের সীমার বড্ড কাছের, তাই 

 হতবাক বিমূঢ় গাণ্ডিব রাজ্যভোগ স্পৃহাও মৃত।  

 কুলক্ষয়ে মহাপাতক  

 আসন্ন আগামীর অবজ্ঞা ও অশ্রদ্ধার বস্তু   

 কী করে বিদারক আলোয় দেখাব মুখ ?    

 আকাশে বাতাসে ধ্বনিত হবে অসংখ্য সাদা শাড়ির কান্না,   

 বিনাশের বেহাগ আর বিজিতের ব্যর্থ আস্ফালন 

 প্রভু, অযথাই বাজালেন পাঞ্চজন্য          

 

 বয়সি ভবিষ্যৎ ভূপতিত হলে  

কী করে আচার ও ঐতিহ্যের পাঠ নেবে অল্পবয়স ?

প্রাণের ভেতরে প্রাণের পূজাই তো ধর্ম

সীমাহীন রক্তক্ষয়ে কোন অলীক ধর্মের রূপায়ণ ?

                             

                            

চোখে ভাসছে, প্রভু, সম্ভাব্য নরক  

কী করে পালটাবেন রক্তমাখা আগামীর দৃশ্যপট     

যার রূপকার সম্ভবত আপনি ও আমি !

দিব্যদৃষ্টি দানে যা দেখেছি, ভুলে যাই বারবার ।

মাটিতে শেকড় প্রভু আবেগের কাছে ধরাশায়ী

এই মরমী আলো ও আকাশের পৃথিবীতে   

 কী ভাবে নির্মোহ থাকি হৃদয়ের রক্তপাতে ?  








একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন