আজকের নির্বাচনী
নির্বাচন চলছে
যাদের অলরেডি নির্বাচিত করা হয়ে গেছে
পরিচিত মুখ সব।
শিক্ষা গ্রহণকালে ওদের পাঠ্যপুস্তকের সিলেবাস
শেষ করিয়ে দেওয়ার দায়িত্ব ছিল একদা
আজ ওরা অনেক বড়ো হয়ে গেছে আর আমি ছোট।
ওরা কেমন বড়ো বড়ো দায়ভার কাঁধে তুলে নিচ্ছে
যেখান থেকে দাঁড়িয়ে আজ নামকরণ ধরে ডাকতেও
কোনো দ্বিধাবোধ করবে না, ঠিক এতটাই উপরে!
এরপর থেকে নির্বাচন এলেই আমি ভাবতে বসে যাই
এরপর ঠিক আর কোন নতুন মুখ
যারা ঐ দশজনের ভেতর চলার অবস্থান করে ফেলেছে...
সেইসব দিনে
ছেলেবেলায় দেখতাম, বৃদ্ধ বয়স্ক লোকেরা
লাঠিভর করে দূরপথ হেঁটে
মানবাধিকারের ছাপ বসিয়ে দিয়ে আসছে এক পথ ধরে
ঠিক যতটা আগ্রহ নিয়ে ছুটে যেতে দেখেছি তাদের
আজ ঠিক সে আগ্রহটা দেখি না কারুর ভেতর
এতটা গরজ কমে যাওয়ার পেছনে কারণ খুঁজতে যাইনি কখনো
শুধু দেখে আসছি আজকাল লোকেরা কেমন
উৎসবমুখর হয়ে উঠেছে
সে বন্যা হোক, খরা হোক অথবা কারুর ঘর ভেসে যাক,
সবাই কেমন উৎসব পালনে ব্যস্ত
এই সমস্ত ব্যস্ততার ঘোরেই আমরা একদিন শৈশব হারিয়ে ফেললাম
একা দাঁড়িয়ে থাকা ঐ উঁচু নারকেল গাছটির মতই...
