গণতন্ত্র
মাথার উপর অস্ত্র রেখে তুমি স্বদেশ প্রেমের কথা বলো,
কত বরফ জমে গেছে জলে তোমার জানা নেই
কত নদী আজও খুঁজে পায়নি তার শেষ ঠিকানা।
আমরা খোঁজ নেইনি সেই মৃত পাখিদের, যারা বাঁচতে চেয়েছিল বিনা স্বার্থে
তাদের বাঁচানোর সাহস হয়নি আমাদের।
আমাদের চোখে বিষ ছিটিয়েছে বিষধর সাপ
মাথা কামড়ে খাচ্ছে কিছু মাংসাশী প্রাণী,
মেরুদন্ড রাষ্ট্রনায়কের কাছে সঁপে দিয়ে
গণতন্ত্রের উৎসবে আমরা ভোট ভোট খেলি।
বিক্রি
যারা ফুল বিক্রি করে তারা বড্ড লোভী,
ধরো যারা মাছ কেটে বিক্রি করে তারা বড্ড পাপী,
আবার যারা মাংস বিক্রি করে তারা বড্ড শয়তান,
আর যারা রোজ মেরুদন্ড বিক্রি করে
তারা তোমার আমার মতো আলোকিত মানুষ।
