ইস্তেহার
প্রতিবাদ সভা থেকে বলছি
এখনও কি তুমি
লুকিয়ে লুকিয়ে আমাকে দেখ...
যেভাবে ভাঙন দেখে নেয়
তার মুখ শেষবারের মত কাঁচ টুকুরোতে
ভিজে যাওয়া পার্টির পোশাক
কখনো কখনো প্রতীক চিহ্নের মত মনে হয়
তুমি কি এখনও বসে বসে
ভাব আমার কথা – কেন আমরা জিততে পারিনি?
কবি কর্তৃক প্রচারিত
আমি এখানে ভোট চাইতে আসিনি
যেখানে ছাপ মারুন ওতে
আমার কিছু আসে যায় না
এক পায়ের জুতো আর এক পায়ে পরুন
বাঁ হাতের ঘড়ি ঘুরিয়ে পরুন ডান হাতে
ওসব আমি কিছু মনে করব না
শুধু দেখবেন – ভোটের পর যেন একটি
লাশ গড়াগড়ি না খায় রাস্তায়, শশ্মানে
উলঙ্গ চিতায়, এইটুকুই ব্যস ওয়াশিং মেশিনের সাফাই