আলোকবৃত্ত
আলো থেকে অন্ধকার
নাকি অন্ধকার থেকে আলোর দিকে ফিরছি,
ছায়া, ছায়া ঘুরছে মাথার ভেতর।
মাথার ভেতর আরেক মাথার জন্ম হতে দেখি,
কাম, ক্রোধ, অক্ষর,বরফ,প্রেত ও প্রসাদ,
কে যেন কখন ভর করে,
আশ্চর্য এইসব ছায়া মেখে ঘুরি আজকাল,
এইসব মাথাপিছু দিন।
নিজের চোখে দেখুন
গুজব উড়ছে, গুজব ভাসছে
কাকের গল্পে কান কাড়ছে।
সবাই শুনছে, সবাই ছুটছে,
কেউ কি দেখছে?
দেখার আগেই হচ্ছে প্রবাদ,
যত আহুতি,তত মতবাদ।
মতের আগে হে বরেণ্য,
একটি কথা।
নিজের চোখে দেখুন, বুঝুন
যাচাই করুন সত্যতা...
বেশ ভাল কবিতাগুলো। পড়লাম । আবারও পড়ব
উত্তরমুছুন