অগণতান্ত্রিক ১
বয়ে যাওয়াই
জলের গণতান্ত্রিকতা
তবুও যদি
পাত্রে ধরো
পৃথিবীর তিনভাগ
তোমার আজ্ঞাবহ
অগণতান্ত্রিক ২
বেশ্যাপাড়ার মোড়ে
শান্ত সাইনবোর্ড :
আমাদের কোনো শাখা নেই
প্রশাখায় অজস্র জুঁই উৎসব
রাতের শৌখিন বিচ্ছুরণের ভঙ্গিতে
নষ্ট অনুবাদের নিঃসঙ্গ সকালে
আজন্মের অশালীন উচ্চারণ মাত্র...