উৎসব
চাঁদ ভেঙে যাওয়ার পর
জোছনার গণতান্ত্রিকতা
আমার চোখ সবটুকু নেওয়ার পরও
রয়ে গেল কলঙ্কের উৎসব
ভাসলাম
ডুবলাম
এক অন্ধ ময়ূরের কেকায়
ফিরিয়ে দেব?
সাধ্য কই আমার!
এভাবে
আচমকা প্রাপ্তির চমকে ভাঙেছবি
না-পাওয়ার সোনায় বাঁধায় ফ্রেম
কর্পূর উবেই যায়
ব্যতিক্রম শুধু চাঁদের পিপাসা
আর রাতজাগার অনিঃশেষ ক্ষমতা
অনায়াস পছন্দের কলঙ্ক
ভীষণ অবুঝ
এভাবে সবাই বোঝে, তবুও...