দোঁহা
তোমার পংক্তির নীচে দুঃখ পেতে রাখি
তোমার পংক্তির গালে তিল ছুঁয়ে থাকি
বিপুল তরঙ্গভার, কী নিপুণ ঢেউ
উর্মিমালা ভেঙে ভেঙে পেরিয়েছে কেউ
তোমার কথার গায়ে আনন্দ পরাই
শব্দে শব্দে ক্ষতমুখে আরতি সাজাই...
কতো কতো শোক মুছে তরী ভেসে যায়
সন্ধ্যাতারা জেগে থাকে তোমার ভাষায়...
নির্বাচন
পবিত্র বিধির সৌধ, অভিজাত; অভিজ্ঞতাফুল
তাকে নিয়ে কতো কতো দীর্ঘপথ চলা
এ এক অর্জন, তবু,আত্ম-অন্ধকারে ঢাকা
আমরাও রক্ষা দিতে পারিনি এ পূত-অধিকার
দিকে দিকে মৃত্যুচিহ্ন, দিকে দিকে আদিম উল্লাস
প্রতিটি হিংসার পিঠে এক একটি পতাকা পুঁতে রাখা
পবিত্র সৌধে ধ্বস, অভিজাত, শৌর্যময় খিলান চৌচির
ধূলো আর ছাই থেকে উঠে আসে প্রতারণা, বিষ
অর্জনের পথে পথে আমাদের লোভ পড়ে থাকে
ছিন্নভিন্ন পতাকার পাশে শুয়ে কবন্ধশরীর...