দোঁহা

শ্যামাশীষ জানার কবিতা

 


 একটি কবিতা


ডুগডুগি বাজাতে বাজাতে নেচে যায় ক্ষুধার্ত হাঙ্গরের দল

ডুবুডুবু নৌকা ভেসে চলে দিশাহীন তন্দ্রাচ্ছন্ন জনসমুদ্রে 

প্রতিদিনরাত্রির বুকে আঁকা কত গোপন হত্যার আলপনা 

জনতন্ত্রের অলিন্দের গহ্বরে শুধু আস্ফালন জমে ওঠে 

তবু ভাল আছি বেশ, আরও একটু ভাল থাকব

এইসব ভেবে অন্ধপায়ে এগিয়ে যাই উৎসবের দিকে


তারপর একদিন শেষ স্তম্ভখানি অজান্তে নড়ে যায়

সরে যেতে চায় পায়ের তলার অভিমানী মৃত্তিকা 

আমরাই আমাদের একমাত্র রাজা, একথা বলে ওঠে-

মাটির নীচে ঘুমিয়ে থাকা আমাদেরই ধ্বংসদেহ


এই যে অপ্রেমের সমারোহ, প্রতিহিংসার উত্তাপ

ঘরেবাইরে অদৃশ্য কাঁটাতার, অন্যায় ও অবিশ্বাস

জীবন থেকে সবকিছুকে বিচ্ছিন্ন করে দেখলে 

নিজেদের আরও একটু বেশী নার্সিসাস দেখায়

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন