দুটি সুইসাইড
১.
একরত্তির কাঁথা, 'মা, মা' গোনে নিভৃতে
আধোমুদি চোখ তার, অনুপম কান তার
সেতারে বাবাও তার বাজাচ্ছে মলহার
মা জানে রসদ নেই, উদাসীন স্বামী তার
সেতারে কি পেট চলে, এই কী ভাগ্য তার
একরত্তির পেটে কী করে আগুন দেবে
কী করে হাত পোড়াবে, মা একা রান্নাঘরে
উনুনে লুকিয়ে কাঁদে, মায়ের মুখের ভাপ
আলুভাতে ভাত মেখে ভীমসেন একা আজ!
২.
আমাকে বোঝাও তুমি, মেঘেদের অক্ষর
কাটো, মারো হৃদে তুলে সন্ন্যাস দিয়ে দাও
আমার ফন্দী দিয়ে জালে জাল সাঁতরাও
তোদিও বিলাসখানি, তুলে মুছে দোর নাও
যারা যারা সঙ্গীত চেয়েছিলে, খাতা থাক
তিনটে লাশের কাছে নতজানু হয়ো না
আমি ঝুলি, গান ঝোলে আর ঝোলে সন্ন্যাস
উচ্চাঙ্গ দড়ির সাথে ফ্যান বাঁধা আছে।