দোঁহা

অরুণ কুমার দাঁ-এর কবিতা

 

 

বৃষ্টি 

ভেসে যাচ্ছে মেঘ, বৃষ্টির প্রস্তুতি 
বৃক্ষের শিয়রে নেমে আসে 
পতন-শব্দ 
স্নানের এক মোহময় দৃশ্য।

গর্ভবতী নদী উত্তাল নিয়মে 
বুকে ধরে থাকে আহলাদ 
ভেসে যায় 
সমুদ্র অভিমুখে লবন স্বাদে।


পালকি 
 
চুলচেরা বিশ্লেষণের পর 
জানতে পারলাম 
তুমি কোনোদিনই কাউকে 
ভালোবাসোনি।

সময়ের এক নিদারুণ সাফল্য 
তোমাকে দিয়েছে পালকি 
মেঠো পথের দুলকি চাল 
আর বলিষ্ঠ কাঁধের ছয় বেহেরা। 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন