দোঁহা

অর্ঘ্য দের কবিতা

 


বাদল বাউল
 
গেয়ে ওঠে কে আবার কাজল রঙের গান
মেঘের অতল থেকে? 
ঝরে যায় এ আঁধার, জমে থাকা অভিমান
ঊষর মাটির বুকে। 

চেয়েছো শ্রাবণ তুমি কতদিন, কতবার
নিজেকে খনন করি— 
জেগে ওঠে বালুচর, আলো-ছায়া হাহাকার 
ভরেছে বালির ঘড়ি। 

জলে ধোয়া চাঁদ হাসে, নিঝুম বাড়ির ছাদ
কদম ফুলের ঘ্রাণে
প্রথম প্রেমের গান ভেঙেছে স্মৃতির বাঁধ
একাকী নিথর মনে। 


বানভাসি

এসেছে প্লাবন গভীর মগ্ন 
জলের অতলে খুলে রাখ ভ্রম—
নিষাদ রাতের ঘাতক প্রহর, 
ভেসে থাকি আজ অভিন্নপ্রাণ। 


অসূয়া রোপিত জীবন-সমাধি   
শ্রাবণ প্রপাতে খোঁজে উপশম,
মেঘের শরীরে জমানো আদর
ছুঁয়ে যাক হৃদি অন্তরতম। 


 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন

মোট পৃষ্ঠাদর্শন